Privacy Policy
Updated on: ২৫ মে, ২০২৩
ব্যক্তিগত তথ্য সংগ্রহ
- ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরির সময় ফোন নাম্বার সংগ্রহ।
- অর্ডার করার সময় নাম, ফোন, ইমেইল ও ডেলিভারি ঠিকানা সংগ্রহ।
- সব তথ্য নিরাপদ সার্ভারে সংরক্ষিত হয়।
লেনদেন সংক্রান্ত তথ্য
অনলাইন পেমেন্টের নিরাপত্তার জন্য আমরা বাংলাদেশে নিরাপদ এবং ইউজার-ফ্রেন্ডলি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি। আপনার কার্ড/ব্যাংক তথ্য আমাদের সার্ভারে সংরক্ষিত হয় না।
তথ্য প্রকাশ
- তৃতীয় পক্ষের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না।
- অর্ডার ডেলিভারির জন্য কুরিয়ার কোম্পানিকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়।
- দেশের আইন প্রয়োগকারী সংস্থা চাইলে তথ্য প্রদান করা হয়।
তথ্য ব্যবহারের উদ্দেশ্য
- অর্ডার প্রসেস ও অ্যাকাউন্ট ম্যানেজ করা
- পেমেন্ট যাচাই ও সম্পন্ন করা
- আপনার অনুরোধ অনুযায়ী সার্ভিস প্রদান
- ডেমোগ্রাফিক ভিত্তিক রিসার্চ ও অডিট
👉 আপনি চাইলে আমাদের প্রোমোশনাল মেসেজ থেকে সহজেই opt-out করতে পারবেন।
Privacy Policy পরিবর্তন
China2BD Pro যেকোনো সময়ে Privacy Policy আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তন হলে তা এখানে প্রকাশ করা হবে।
আপনার অধিকার
- আপনার তথ্য কিভাবে ব্যবহৃত হচ্ছে তা জানার অধিকার
- সংরক্ষিত ডেটা অ্যাক্সেস করার অধিকার
- ভুল বা অসংগত তথ্য সংশোধন করার অধিকার
- আপনার তথ্য সরাসরি মার্কেটিংয়ে ব্যবহার না করার অনুরোধের অধিকার
📞 যোগাযোগ
Hotline: +8801811396279
Email: info@china2bdpro.com